«

»

মার্চ 14

ডেটাবেজ টিউটোরিয়াল ওরাকল -১ম বিভাগ (BASIC SQL পরিচিতি) লেকচার ৬ :: Using Single Row Functions to Customize Reports

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম

আশা করি সবাই আল্লাহ রহমতে ভাল আছেন । অনেক দেরিতে পোষ্ট দিলাম তাই আগে ক্ষমা চেয়ে নিচ্ছি । আজ আমি ওরাকল ডেটাবেইজ সবচেয়ে গুরুত্বর্পূণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আর তা হল  SQL FUNCTION  প্রতিটি ডেটাবেইজ তাদের নিজস্ব ফাংশন আছে যা ব্যবহার করে ,ডেটবেইজ থেকে কুয়েরি করে কাষ্টমাইজ Reports  পাওয়া যায় । ওরাকল ডেটাবেইজ বিল্ট -ইন ফাংশন আছে যা ব্যবহার করে যত ধরনে জটিল এবং কাষ্টমাইজ Reports  বের করা  সম্ভব। আজ আমি Oracle Sql Function সমর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হল নিচের ভিডিওতে

Part -2 :

 

part ::3

Part :: 4

Part :: 5

আমি যদিও ভাল করে সাঝিয়ে বলতে পারি না  তবে আমার নিজের পক্ষথেকে চেষ্টা করি সহজে সবার মাঝে উপস্থাপন করতে আর  আপনার কোন মতামত বা এই ভিডিওতে কোন ভুল থাকলে আমাকে প্লিজ জানান আমি ঠিক করার চেষ্টা করব আর মানুষ মাত্র ভূল

আমার সাথে যোগাযোগ করতে

Website :: www.oraclebangla.com
Email ::    Rahimuddin2012@gmail.com
Facebook ::  WWW.facebook.com/oracle.shohag

Facebook Page :: ওরাকল বাংলা
Skype id ::  shohagcid2013

আল্লাহ হাজেফ

Comments

comments

About the author

মো:রহিম উদ্দিন সোহাগ

আমি মো: রহিম উদ্দিন সোহাগ বর্তমানে প্রজেক্ট ম্যানেজার হিসাবে Softcode Technology তে জব করছি একটি প্রাইভেট কোম্পানিতে বর্তমানে কয়েকটা গার্মেন্ট (ERP) সফটওয়্যার সাথে জড়িত আছি এবং এর আগে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে( NATIONAL UNIVERSITY) এবং Bangladesh Open University ERP Project কাজ করেছিলাম । আমি কম্পিউটার টেকনোলজির উপর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করলাম ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এবং বর্তমানে Computer Science & Engineering উপর B.Sc করছি Dhaka International University ।সঠিক গাইড লাইনের না থাকার কারনে অনেক মেধাবি স্টুডেন্ট ওরাকল দিকে এগিয়ে আবার পিছিয়ে পড়ে এটা যাতে আর না হয় তার জন্য আমি আমার জ্ঞান যতটুকু জানা আছে তা সবার কাছে শেয়ার করার চেষ্টা করছি আর ওরাকল প্ল্যাটফর্ম শিক্ষতে চোখ রাখুন www.oraclebangla.com , আশা করি বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় দক্ষ ডেভেলপার গড়ে উঠবে ওরাকল প্ল্যাটফর্ম বাংলাদেশে এগিয়ে যাবে এবং আমাদের বাংলাদেশের মেধাবি স্টুডেন্টরা ওরাকল প্ল্যাটফর্ম দিয়ে ছোট বড় সফটওয়্যার তৈরি করবে নিজেরা আর্থিক ভাবে সফল হবে একদিন । আর আমার একটা ইচ্ছা আছে ২০২০ সালের মধ্যে ১০০ জন ওরাকল সফটওয়্যার ডেভেলপার এবং ১০০ জন ওরাকল ডিবিএ এক্সপার্ট তৈরি করার ,সেই চিন্তা নিয়ে কাজ করছি আমি, সকলের কাছে দোয়া প্রার্থী যাতে এই কোর্সটি সর্ম্পুন করতে পারি

যোগাযোগঃ

Website :: www.oraclebangla.com
Email :: Rahimuddin2012@gmail.com
Facebook :: www.facebook.com/oracle.shohag
Skype id :: shohagcid2013

Leave a Reply