পাইথন পরিচিতি

১) কোর্সের শিরোনামঃ

পাইথন পরিচিতি

২) কোর্সের সংক্ষিপ্ত বর্ণনাঃ

পাইথন বর্তমানে একটি বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা। দিন দিন এর জনপ্রিয়তা বেড়ে চলেছে। প্রফেশনাল কাজে যেমন পাইথনের ব্যবহার বাড়ছে, তেমনি একাডেমিক সেক্টরেও এটিও জনপ্রিয়তা বেড়ে চলেছে। Coursera-তে বিভিন্ন অনলাইন কোর্সে প্রোগ্রামিং ভাষা হিসেবে পাইথনের বহুল ব্যবহার লক্ষ্য করার মতো। পাইথন চলে লিনাক্স, ম্যাক ওএসএক্স ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। গুগলের অফিসিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর একটি হচ্ছে পাইথন। এই কোর্সটিতে যারা মোটামুটি প্রোগ্রামিং জানে তাদেরকে পাইথনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। প্রোগ্রামিংয়ে যারা একেবারেই নতুন তাদের জন্য কোর্সটি উপযোগি নয়। যারা শৌখিন প্রজেক্ট কিংবা প্রফেশনাল প্রজেক্টে পাইথন ব্যবহার করতে চায় তারা এই কোর্সটি দিয়ে পাইথন শেখা শুরু করতে পারে। আর যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারাও পাইথনের সাথে পরিচিত হয়ে নিতে পারে এই কোর্সটি দিয়ে।
বাংলাদেশে পাইথন প্রোগ্রামারদের ফেসবুক গ্রুপ – https://www.facebook.com/groups/pythonbd/

৩) কাদের জন্য কোর্সঃ

যারা প্রোগ্রামিংয়ে একেবারেই নতুন, তাদের কোর্সটি বুঝতে সমস্যা হবে, আবার যারা পাইথনের সাথে ইতিমধ্যে পরিচিত, তাদের তেমন একটা লাভ হবে না কোর্সটি থেকে। কোর্সটি মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যারা কমপক্ষে একটি প্রোগ্রামিং কোর্স ভালোভাবে শেষ করেছে। প্রোগ্রামিংয়ের বেসিক জিনিসগুলোর ব্যাপারে দক্ষ হতে হবে।

৪) কোর্সে কয়টি লেকচার থাকবেঃ

কোর্সে মোট ছয়টি ইউনিট থাকবে। প্রতি ইউনিটে ৫০ থেকে ৬০ মিনিটের ভিডিও লেকচার থাকবে। প্রতি সপ্তাহে একটি করে ইউনিট প্রকাশিত হবে।

৫) লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস

 

কোর্সের ভিডিওগুলো নিয়ে একটি ডিভিডি তৈরি করা হয়েছে। অনলাইনে ডিভিডি অর্ডার করতে নিচের ছবিতে ক্লিক করুন :

python-dvd

৬) কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?

সম্পূর্ণ কোর্স এখন অনলাইনে আছে।

৭) কোর্সের পরিচিতিমূলক ভিডিও:

৮) কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি

তামিম শাহ্‍রিয়ার সুবিনঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গ্রাজুয়েশন করেন। বাংলা ভাষায় ‘কম্পিউটার প্রোগ্রামিং’ নামে একটি বই লিখেছেন (বইটির অনলাইন ভার্শন সবার জন্য উন্মুক্ত http://cpbook.subeen.com)। পাইথনের উপর তাঁর লেখা ব্লগ (http://love-python.blogspot.com/) বেশ জনপ্রিয়। মুক্ত সফটওয়্যার লিমিটেড নামে একটি সফটওয়্যার কোম্পানী পরিচালনা করার পাশাপাশি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে একজন একাডেমিক কাউন্সিলর (ভলান্টিয়ার) হিসেবে কাজ করেন।

Comments

comments

Leave a Reply