মাল্টিসিম টিউটোরিয়াল

১) কোর্সের শিরোনামঃ

মাল্টিসিম বাংলা ভিডিও টিউটোরিয়াল

রেজিস্ট্রেশনএখানে ক্লিক করে কোর্সটিতে রেজিস্ট্রেশন করে নিন সম্পূর্ণ বিনামূল্যে। 

 

 

২) কোর্সের সংক্ষিপ্ত বর্ণনাঃ

কোর্সটিতে মূলত সিম্যুলেশন প্ল্যাটফর্মে কিভাবে বিভিন্ন ব্যাসিক সার্কিট ইমপ্লিমেন্ট এবং এনালাইসিস করা যায়, তা দেখানো হবে। এইখানে সিম্যুলেশন সফটওয়্যার হিসাবে প্রাথমিক ভাবে ন্যাশনাল ইন্সট্রুমেন্টের জনপ্রিয় সফটওয়্যার মাল্টিসিম ব্যাবহার করা হবে।

 

মাল্টিসিমের বিভিন্ন ভারচ্যুয়াল কম্পোনেন্ট, ডিভাইস কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে কনফিগার করতে হয়, সেগুলো দেখান হবে। পাশাপাশি কোর্সের ধারাবাহিকতায় স্পেসিফিক কিছু বহুল ব্যবহৃত সার্কিট ইমপ্লিমেন্ট করে বিভিন্ন প্যারামিটারের উপরে আলোচনা ও সিম্যুলেশন দেখানো হবে।

 

৩) কাদের জন্য কোর্স?

 

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাংলা ভাষাভাষী শিক্ষার্থী কিম্বা এসব একাডেমীক শিক্ষার গণ্ডির বাইরে থাকা ইলেক্ট্রনিক্স প্রিয় যে কারো জন্য।

 

৪) কোর্সে কয়টি লেকচার থাকবে?

 

সর্বমোট ৫ টি ডেমোনেস্ট্রেশন থাকবে।

 

৫) লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস-
* মাল্টিসিম ব্যাসিক ওয়ার্কস্পেস ভারচ্যুয়াল কম্পোনেন্ট ও ডিভাইস টুলস,
* অপ্টইলেক্ট্রনিক্স ডিভাইস (এল ই ডি, ফোটো ডায়োডস, ফোটো ট্রানজিস্টর) ইন্টারফেস,
* অপারেশনাল এমপ্লিফায়ার ইন্টারফেস,
* ইলেক্ট্রোম্যাকানিকাল ডিভাইস (ট্রান্সফরমার) ও সেমিকন্ডাক্টর ভোল্টেজ রেগুলেটর
ইন্টারফেস,
* 555 টাইমার ইন্টারফেস এবং পালস আউটপুট জেনারেশন।

 

৬) কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?
* সেপ্টেম্বর ২৭, ২০১৩, ৫ সপ্তাহ, প্রতি সপ্তাহে একটি ভিডিও লেকচার আপলোড করা হবে।

 

৭) কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি (১ প্যারাগ্রাফ)

মাশরূর হোসেইন সুহৃদ, এ,আই,ইউ,বি-র তড়িৎ ও ইলেক্ট্রনিক্স প্রকৌশল বিভাগে ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছেন। পড়াশোনার পাশাপাশি কম্যিউনিটি অ্যাকশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত। বিশ্ববিদ্যালয় কার্যক্রম সমন্বয়ক হিসেবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসাব) এর এ,আই,ইউ,বি ইউনিটে দায়িত্বপালন করছেন ২০১২ সাল থেকে। এম্বেডেড সিস্টেম ও অটোমেশনের উপর উচ্চতর শিক্ষা গ্রহণের ইচ্ছা আছে। ভালোবাসেন কবিতা, ব্লগিং, ডিবেটিং, গেইমিং, ভিডিওগ্রাফি এবং ‘কখনও শেষ না হওয়া টাইপ’ আড্ডাবাজি।

Comments

comments

Leave a Reply