গণিমিয়ার সাংখ্যিক পরিগণনা (Numerical Analysis)

গণিমিয়ার সাংখ্যিক পরিগণনা

পরিগণনার মৌলিক ধারণা (Programming Fundamentals), ম্যাটল্যাবে পরিগণনা (Matlab programming), সাংখ্যিক পরিগণনার (Nuemrical Methods and Analysis) ওপরে বাংলা ভাষায় পরিবেশিত একটি পাঠ্যক্রম।

পাঠগুলোর তালিকা

 

পাঠ্যক্রমের ঘোষনা

নিবন্ধনের লিংক

দয়া করে এখানে ক্লিক করে এই বিনা মূল্যের কোর্সে নিবন্ধন করে নিন।

 

কাদের জন্য কোর্স?

 

মহাবিদ্যালয় ও বিশবিদ্যালয় পর্যায়ের উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের উপযোগী।

 

কোর্সে কয়টি লেকচার থাকবে?

 

এই মুূহুর্তে সুনির্দিষ্ট নেই, সবগুলো প্রসংগের ওপরে দরকারী আলোচনা থাকবে, ভালো করে শেখার ওপর গুরুত্ব দিয়ে।

লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস:

 

পরিগণনার মৌলিক ধারণাগুলি আলোচনা করা হবে, ম্যাটল্যাব ভাষায় পরিগণনা শেখানো হবে, সাংখ্যিক পদ্ধতি সমুহ যেমন সহসমীকরণ, মূলনির্ণয়, অন্তরীকলন, যোগজীকলন, অন্তরক সমীকরণ সমাধান, অনুকুলায়ন, ইত্যাদি ম্যাটল্যাব ভাষায় শেখানো হবে।

কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?

০৫ অক্টোবর ২০১৪, এক বর্ষভাগে সমাপ্ত হবে বলে আশা করছি।

কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি

 

নিউটন, মু. আ. হাকিম। বর্তমানে অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটিতে প্রভাষক হিসাবে কর্মরত, সাবেক সহকারী অধ্যাপক, গণনা কৌশল, বুয়েট, বাংলাদেশ। গবেষণার বিষয়: কৃত্রিম অনুসন্ধান, যন্ত্রশিখন, প্রোটিনের গঠন। শিক্ষকতার বিষয়: পরিগণনা, অধিগণনা, কৃত্রিম বুদ্ধিমত্তা।

Comments

comments

Leave a Reply