আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট

কোর্সের শিরোনাম 
আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট

 
কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা 

এই কোর্স থেকে আমি চেস্টা করবো  যে কেউ তার  প্রথম আইফোন অ্যাপ্লিকেশন কিভাবে  তৈরি করতে পারেন তার  বর্ণনা করার।  আমি কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব।  এছাড়াও আমি ইউনিট টেস্ট সম্পর্কে এবং মেমরি leakages নিয়ে আলোচনা করবো।
 
সুতরাং যে কেউ এই কোর্স করার পর গোড়া থেকে একটি আইফোন অ্যাপ্লিকেশন তৈরি করা শিখতে পারবেন। 
 
কাদের জন্য কোর্স?
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সবার জন্য
কোর্সে কয়টি লেকচার থাকবে?
১০ টি।
 
লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস
 
কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?
অক্টোবর ২৩ , ২০১৩ থেকে। স্থিতিকাল ৫ সপ্তাহ হবে। সপ্তাহে ২টি lecture.
 
কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি
আমি মাসুদ আহমেদ শুভ।   ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার স্নাতক ডিগ্রী সম্পন্ন করেছি । আমি riseuP! Labs, Apurba Tech Inc. এবং Samsung BD R&D Center এ কাজ করে ছি ।  বর্তমানে iOS SDK ডেভেলপার হিসেবে Widespace কাজ করছি ।

Comments

comments

Leave a Reply