«

»

মার্চ 05

জার্মান ভাষার সহজ পাঠ-লেকচার ৮-সময়, মাস, ঋতু

 

[ কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ]

 

zeit

স্বাধীনতার এই মাসে সবাইকে শুভেচ্ছা। আজকের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব জার্মান ভাষায় ‘সময়” কীভাবে বলা হয়। এছাড়া থাকছে দিনের বিভিন্ন ভাগ, সপ্তাহ, মাস ও ঋতুর নাম।

জার্মান ভাষায় সময়কে বলা হয় Zeit (সাটট)।

Die Zeit- (ডি সাইট- সময়)

Die Uhr- (ডি উহর-ঘড়ি)

Die Stunde- (ডি শ্টুন্ডে- ঘণ্টা)

Die Minute- (ডি মিনুটে-মিনিট)

Die Sekunde- (ডি সেকুন্ডে-সেকেন্ড )

দিনের বিভিন্ন ভাগ:

time morgen...

আম মরগেন-সকাল

আম ফোর মিটটাগ-সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত

আম মিটটাগ-দুপুর

আম নাখমিটটাগ-বিকাল

আম আবেন্ড-সন্ধ্যা

ইন ডের নাখট-রাত

morgen →vormittag →mittag →nachmittag →abend →nacht(vormitternacht →nacht/mitternacht →nachmitternacht)

সময় লিখতে জার্মানরা AM ও PM ব্যবহার করে না। তাই জার্মানিতে দুপুর ১২টার পর ১টা না বলে ১৩টা বলা হয়। যেমন: 13.00-drizehn uhr.

Vormittag-সকাল 06.00 থেকে 11.59 পর্যন্ত

Mittag-ঠিক দুপুর 12.00টায়

Nachmittag-12.01 থেকে 15.59 পর্যন্ত

Abend-16.00 থেকে সূর্যাস্তর আগ পর্যন্ত ‍(18.00 অথবা 19.00 পর্যন্ত)

Nacht-19.00 পর থেকে সকাল 06.00 এর আগ পর্যন্ত

(nacht আবার তিন ভাগ-

vormitternacht -19.00 থেকে 23.59পর্যন্ত,

mitternacht -24.00 বা 0(null) এবং

nachmitternacht-00.01 থেকে 05.59 পর্যন্ত

খাবারের সময়:

নাশতা- Frühstück (Breakfast)

মধ্যাহ্নভোজ/দুপুরের খাবার- Mittagessen (Lunch)

নৈশভোজ/রাতের খাবার- Abendessen (Dinner)

time 1

ঘড়ির সময়:

উপরের ঘড়িটি দেখুন। ১২টার আগে লেখা আছে vor (ফর), আর ১২টার পরে (Nach) নাখ। পৌনে ও সোয়া-তে লেখা আছে Viertel (ফিয়েরটেল)। ৬ এ লেখা আছে Halb (হাল্ব)। ২৫ এ লেখা আছে 5 vor halb এবং ৩৫ এ 5 nach halb।

কয়েকটি উদাহরণ দিলে ব্যাপারটি পরিষ্কার হবে।

৫টা বাজতে ১৫ মিনিট বাকি (পৌনে ৫টা)-Viertel vor fünf

৫টা বেজে ১৫ মিনিট (সোয়া ৫টা)- Viertel Nach fünf

(এখানে vor অর্থাৎ before বা আগে, আর nach মানে after বা পরে।)

সকাল ৭.৩০টা- halb acht

৪টা বাজতে ৫ মিনিট বাকি- fünf vor vier অথবা kurz vor vier. kurz মানে হচ্ছে অল্প।

৫টা বেজে ১০ মিনিট-fünf nach zehn এবং kurz nach zehn।

৩টা বেজে ৩৫ মিনিট- fünf Minuten nach halb vier

এবার থাকছে সময় সংক্রান্ত দুটো অডিও-

নীচে কয়েকটি সময় দেয়া হলো। লিখুন কয়টা বাজে:

Viertel vor eins-

zehn Minuten vor fünf

zehn Minuten nach halb acht-

zehn nach eins-

zwanzig nach vier-

Viertel nach sechs-

সময়ের কয়েকটা উদাহরণ:

clock3

১২টা বেজে ৩০ মিনিট বা সাড়ে ১২টা

 

clock4

২টা বাজতে ৫ মিনিট বাকি।

clock7

সাতটা বাজে

clock8

সোয়া দশটা

মিনিট ও ঘণ্টা:

পনেরো মিনিট-fünfzehn Minuten (ফুনফসেন মিনুটেন)

দুই ঘণ্টা- zwei stunden (সোয়াই শ্টুন্ডেন)

দেড় ঘণ্টা- eineinhalb stunden (আইন আইন হাল্ব শ্টুনডেন)

আড়াই ঘণ্টা-zweieinhalb stunden (সোয়াই আইন হাল্ব শ্টুনডেন)

এখানে দুটি অডিও দেয়া হলো, যেখানে দিনের বিভিন্ন সময়ে কাজের বিবরণ দেয়া আছে।

সপ্তাহ (Woche)

এবার আমরা জার্মান ভাষায় সপ্তাহের সাতদিনের নাম শিখবো। নীচের ছকটি দেখুন। এর নীচে আমি উচ্চারণ লিখে দিচ্ছি।

day week

রবিবার-জোনটাগ

সোমবার-মোনটাগ

মঙ্গলবার-ডিনসটাগ

বুধবার-মিটভোখ

বৃহস্পতিবার-ডনার্সটাগ

শুক্রবার-ফ্রাইটাগ

শনিবার-জামসটাগ

১২ মাসের নাম:

নীচের ছকটি দেখুন। এবার আমার সাথে সাথে উচ্চারণ করুন:

month

ইয়ানুয়ার

ফেব্রুয়ার

মাৎস

আপ্রিল

মাই

ইউনি

ইউলি

আওগুস্ট

জেপটেম্বার

অক্টোবার

নোভেম্বার

ডিৎসেম্বার

নীচে তারিখ সংক্রান্ত কয়েকটি বাক্য দেয়া হলো:

Heute ist der zehnte Juni- আজ ১০ই জুন

Gestern war der dritte Februar- গতকাল ছিল ৩রা ফেব্রুয়ারি

Wann ist er geboren?তার (ছেলে) জন্ম কবে?

Er ist am zwanzigsten April geboren.-তার জন্ম ২০শে এপ্রিল

Heute ist der erste April.-আজ পহেলা এপ্রিল

 Heute ist der einundzwanzigste November.-আজ ২১শে নভেম্বর।

এবার এ সংক্রান্ত একটি অডিও দেয়া হলো। শুনুন আর উচ্চারণ করুন।

 

আজ-কাল-পরশু

আজ- heute (হয়টে)

আগামীকাল- morgen মরগেন (সকাল বলতেও একই শব্দ ব্যবহৃত হয়, তবে মনে রাখতে হবে সেটা বিশেষ্য)

গতকাল- gestern (গেসটার্ন)

পরশু-übermorgen (উবারমরগেন)

গত পরশু-vorgestern (ফোরগেসটার্ন)

আজরাতে- heute Abend (হয়টে আবেন্ড)

গতরাত-gestern Nacht (গেসটার্ন নাখট)

ঋতু (Jahreszeit)

season

জার্মানিতে ঋতু চারটি-

Der Frühling (ডের ফ্রুলিং-বসন্তকাল) (মার্চ থেকে মে)

Der Sommer (ডের জোমার-গ্রীষ্মকাল) (জুন থেকে আগস্ট)

Der Herbst (ডের হ্যার্বৎস -শরৎকাল) (সেপ্টেম্বর থেকে নভেম্বর)

Der Winter (ডের ভিন্টার-শীতকাল) (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি)

 

এবার একটি অডিও থাকছে যেখানে চারটি ঋতুর নাম ও বর্ণনা দেয়া আছে

 এবার আবহাওয়ার সাথে সম্পর্কিত কিছু শব্দ:

der Himmel- আকাশ

die Sonne– সূর্য

der mond-চাঁদ

die wolke-মেঘ

der schnee-তুষার

der Wetter- আবহাওয়া

windig – ঝড়ো হাওয়া

wolkig – মেঘলা

es regnet – বৃষ্টি হচ্ছে

die Kälte- ঠাণ্ডা

es schneit- তুষারপাত হচ্ছে

es ist sonnig- রৌদ্রোজ্জ্বল দিন

es ist heiß- আজকে অনেক গরম

এবার আবহাওয়া নিয়ে দুটি অডিও:

আজকের লেকচার এখানেই শেষ করছি। বাকি দুটো লেকচারে আমরা জার্মান ভাষার কথোপকথোনসহ আরো কিছু বিষয় শিখবো। তাই সাথে থাকুন । অবশ্যই রেজিস্ট্রেশন করে নিবেন। ধন্যবাদ।

Comments

comments

About the author

অমৃতা পারভেজ

অমৃতা পারভেজ জার্মানির রাষ্ট্রীয় ব্রডকাস্টার ডয়চে ভেলে'র বাংলা বিভাগে সম্পাদক ও উপস্থাপক হিসেবে কাজ করছেন। এর আগে বাংলাদেশে মাছরাঙা ও বাংলাভিশন টেলিভিশন চ্যানেলে সাংবাদিকতা করেছেন। জার্মানিতে আসার পর কিছুটা কাজের প্রয়োজনে আর বাকিটা নিজের আগ্রহে জার্মান ভাষা শেখার শুরু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর।

Leave a Reply