«

»

মার্চ 03

জার্মান ভাষার সহজ পাঠ-লেকচার ৭-সংখ্যা ও অন্যান্য

[ কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ]

number pix

Guten Tag,

আশা করি সবাই ভালো আছেন। জার্মান ভাষার সহজ পাঠ কোর্সের আজকের লেকচারে আমরা শিখব সংখ্যা। মূল লেকচারে যাওয়ার আগে চলুন পুরোনো লেকচার থেকে দুটো অডিও শুনি।

 

আজ আমাদের আলোচ্য বিষয় সংখ্যা বা Anzahl (আনসাল)। ভাষা শেখার জন্য সংখ্যা সম্পর্কে অবশ্যই জানতে হবে। নীচের ছকে ০ থেকে ১০ পর্যন্ত জার্মান সংখ্যা ও এর উচ্চারণ দেয়া আছে। ছকের নীচে বাংলায় লিখে দিচ্ছি।

GermanNumbers

শূন্য-নুল

এক-আইনস

দুই-সোয়াই

তিন-দ্রাই

চার-ফিয়ের

পাঁচ-ফুনফ

ছয়-জেক্স

সাত-জিবেন

আট-আখট

নয়-নয়েন

দশ-সেন

এবার এই অডিওটি শুনুন আর সাথে সাথে উচ্চারণ করুন।

এবার নীচের ছকটি ভালোভাবে লক্ষ্য করুন। ছকে বাংলা অর্থ ও উচ্চারণ দেয়া হলো

Cardinal numbersOrdinal numbers
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
30
40
50
60
70
80
90
100
200
1.000
eins (আইনস-এক)
zwei (সোয়াই-দুই)
drei (দ্রাই-তিন)
vier (ফিয়ের-চার)
fünf (ফুনফ-পাঁচ)
sechs (জেকস-ছয়)
sieben (জিবেন-সাত)
acht (আখট-আট)
neun (নয়েন-নয়)
zehn (সেন-দশ)
elf (এলফ-এগারো)
zwölf (সোলফ-বারো)
dreizehn (দ্রাইসেন-তেরো)
vierzehn (ফিয়েরৎসেন-চৌদ্দ)
fünfzehn (ফুনফসেন-পনেরো)
sechzehn (জেকসেন-ষোল)
siebzehn (জিবসেন-সতেরো)
achtzehn (আখটসেন-আঠারো)
neunzehn (নয়েনসেন-উনিশ)
zwanzig (সোয়ানসিশ-বিশ)dreißig (দ্রাইসিশ-তিরিশ)
vierzig(ফিয়েরৎসিশ-চল্লিশ)
fünfzig (ফুনফসিশ-পঞ্চাশ)
sechzig (জেকসিশ-ষাট)
siebzig (জিবসিশ-সত্তর)
achtzig (আখটসিশ-আশি)
neunzig (নয়েনসিশ-নব্বই)
(ein)hundert (আইনহুন্ড্রাট/হুন্ড্রাট-একশ) zweihundert- (সোয়াইহুন্ড্রাট-দুইশ) (ein)tausend (থাউসেন্ড-হাজার)
(tausendzweihunderteinundfünfzig)
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
erste (এরসটে-প্রথম)
zweite (সোয়াইটে-দ্বিতীয়)
dritte (দ্রিটে-তৃতীয়)
vierte (ফিয়েরটে-চতুর্থ)
fünfte (ফুনফটে-পঞ্চম)
sechste (জেকসটে-ষষ্ঠ)
siebte (জিবটে-সপ্তম)
achte (আখটে-অষ্টম)
neunte (নয়েনটে-নবম)
zehnte (সেনটে-দশম)
elfte (এলফটে-একাদশ)
zwölfte (সোলফটে-দ্বাদশ)
dreizehnte (দ্রাইসেন্টে-ত্রয়োদশ)
vierzehnte (ফিয়েরৎসেন্টে-চতুর্দশ)
fünfzehnte (ফুনফসেন্টে-পঞ্চদশ)
sechzehnte (জেকসেন্টে-ষোড়শ)
siebzehnte (জিবসেন্টে-সপ্তদশ)
achtzehnte (আখটসেন্টে-অষ্টাদশ)
neunzehnte (নয়েনসেন্টে-ঊনবিংশ)
zwanzigste (সোয়ানসিশ্টে-বিংশ)
dreißigste (দ্রাইসিশ্টে-তিরিশতম)
vierzigste (ফিয়েরৎসিশ্টে-চল্লিশতম)
fünfzigste (ফুনফসিশ্টে-পঞ্চাশতম)
sechzigste (জেকসিশটে-ষাটতম)
siebzigste (জিবসিশ্টে-সত্তরতম)
achtzigste (আখটসিশ্টে-আশিতম)
neunzigste (নয়েনসিশ্টে-নব্বইতম)
(ein)hundertste(হুন্ড্রাটশ্টে-একশতম)
(tausendzweihunderteinundfünfzigste)
10.000
100.0001.000.000
1.000.000.000
zehntausend (সেনথাউসেন্ড)-দশ হাজার
hunderttausend (হুন্ড্রাটথাউসেন্ড-একলাখ)eine Million(আইন মিলিওন-এক মিলিয়ন)
eine Millarde(আইন মিলিয়ার্ডে-এক বিলিয়ন)
.

 

এবার একটি অডিও, শুনুন আর বলুন।

 

বিশের পর থেকে সংখ্যার হিসাবটা একটু অন্যরকম।

যেমন:

21- ein-und-zwanzig-আইন উন্ড সোয়াসিশ (অর্থাৎ এক এবং বিশ)
22- zweiundzwanzig-সোয়াই উন্ড সোয়ানসিশ

(লেখার সময় শেষ সংখ্যাটা আগে লিখলে অর্থাৎ ডান দিক থেকে লিখলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম।)

এভাবে 99 পর্যন্ত সংখ্যাগুলো বলুন এবং লিখুন।

100 অর্থাৎ hundert এর পরের সংখ্যাগুলো এরকম-

101-(ein)hunderteins (আইন হুন্ড্রাট আইনস)
102-(ein)hundertzwei (আইন হুন্ড্রাট সোয়াই)
120-(ein)hundertzwanzig (আইন হুন্ড্রাট সোয়ানসিশ)

121-(ein)hunderteinundzwanzig (আইন হুন্ড্রাট আইন উন্ড সোয়ানসিশ)

এবার কিছু অডিও থাকছে। শুনুন এবং সংখ্যাগুলো লিখুন।

 

 

নীচের ছকটি পূরণ করুন।

home work

আমাদের সংখ্যা শেখা শেষ। এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন।

জার্মানিতে মুদ্রা হলো Euro (অয়রো) (€) বা ইউরো। এখানে কয়নকে বলা হয় সেন্ট আর নোটকে বলা হয় অয়রো।

নীচের ছবি দুটোতো দেখা যাচ্ছে জার্মানিতে কি কি কয়েন ও কি কি নোট রয়েছে।

Germany_money_coins

euro note

 

এবার আমরা আসি কোন জিনিসের মূল্য বা দাম ডয়েচে কীভাবে বলা ও লেখা হয়।

লেখার সময় ইউরো চিহ্ন(€) দিতে হবে। আমাদের দেশে যেমন পয়সার আগে দশমিক বসে। ডয়চে বসে কমা। নীচে লেখা আছে ২৫ ইউরো ৮৯ সেন্ট। ডয়চে বলতে হবে- ফুন্ফ উন্ড সোয়ানসিশ অয়রো নয়েন উন্ড আখটসিশ বা ফুন্ফ উন্ড সোয়ানসিশ নয়েন উন্ড আখটসিশ।

€ 25,89 (fünfundzwanzig Euro neunundachtzig)

বাংলায় যেমন ৪,৫০০ লিখতে কমা ব্যবহার করা হয়, ডয়চে তেমনি পয়েন্ট ব্যবহৃত হয়। যেমন:

4.500 viertausendfünfhundert (ফিয়ের থাউসেন্ড ফুন্ফ হুন্ড্রাট)

শতকরা যেভাবে লিখতে হয়-

1,9 % eins Komma neun Prozent (আইনস কমা নয়েন পোর্সেন্ট)

 

আজকের লেকচার এখানে শেষ করছি। আগামী লেকচারগুলোতে আমরা জার্মান ভাষার গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয় শিখবো। তাই সাথে থাকুন । অবশ্যই রেজিস্ট্রেশন করে নিবেন। ধন্যবাদ।

Comments

comments

About the author

অমৃতা পারভেজ

অমৃতা পারভেজ জার্মানির রাষ্ট্রীয় ব্রডকাস্টার ডয়চে ভেলে'র বাংলা বিভাগে সম্পাদক ও উপস্থাপক হিসেবে কাজ করছেন। এর আগে বাংলাদেশে মাছরাঙা ও বাংলাভিশন টেলিভিশন চ্যানেলে সাংবাদিকতা করেছেন। জার্মানিতে আসার পর কিছুটা কাজের প্রয়োজনে আর বাকিটা নিজের আগ্রহে জার্মান ভাষা শেখার শুরু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর।

Leave a Reply