«

»

ফেব্রু. 08

মাধ্যমিক জ্যামিতি লেকচার ৮ (ত্রিভুজ এবং এ সম্পর্কিত বিষয়াদি)

কোর্সের মূল পাতার লিঙ্ক

 

লেকচার ভিডিওঃ

 

 

এই লেকচারে ত্রিভুজ ও ত্রিভুজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন তিনটি রেখার সংযোগে ত্রিভুজ কিভাবে গঠিত হয়, ত্রিভুজের উচ্চতা, মধ্যমা, মধ্যমাগুলোর সংযোগ বিন্দু, পরিসীমা ইত্যাদি। এই লেকচার শেষে তোমরা ত্রিভুজ সম্পর্কিত নানা উপপাদ্য পড়ার আগে ত্রিভুজ সম্পর্কিত যে বিষয়গুলো আগে জানতে হয় সেগুলো জানবে।

Comments

comments

About the author

bidyanondo

বিদ্যানন্দ একটি শিক্ষা সহায়ক সংস্থা যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দের সাথে শিক্ষা লাভ করে। ঢাকা, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের তিনটি শাখায় বিনামুল্যে শিক্ষা দেবার সাথে সাথে বিদ্যানন্দ সর্বসাধারণের জন্য পাঠাগার সুবিধা দিয়ে আসছে।
বিদ্যানন্দের কার্যক্রম সমূহঃ
১। মেধা বিকাশের জন্য টিচিং সেন্টার। স্কুল, কলেজের নিয়মিত একাডেমীক কোচিং সহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং দিয়ে আসছে।
২। প্রতিটি শাখায় লাইব্রেরী সুবিধা। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে বছরের সবকটি দিন সকাল থেকে রাত পর্যন্ত।
৩। অস্বচ্ছল মেধাবী ছাত্রকে বৃত্তি প্রদান। এছাড়াও আমরা গরীব ছাত্রদের শিক্ষা উপকরণ, বই দিয়ে থাকি।
৪। সামাজিক সচেতনতা বৃদ্ধি বিশেষ করে শিশুশ্রমের বিরুদ্ধে বিদ্যানন্দের যাত্রা প্রশংসার দাবীদার।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
ওয়েবসাইটঃ http://www.bidyanondo.org/
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/Bidyanondo

Leave a Reply