«

»

জুলাই 18

বেসিক এডোবি ফটোশপঃ লেকচার ৩ – টুলসের ব্যবহারঃ Marquee Tool, Move Tool, Type Tool, Paint Bucket Tool

[ কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ]

আজ আমাদের ৩য় লেকচার। আজ থেকে আমরা টুলসের ব্যবহার শুরু করবো। পরপর টুলসগুলোর ব্যবহার না শিখে প্রথম থেকেই এমনভাবে টুলসের ব্যবহার শিখবো যাতে প্রথম থেকেই আমরা প্রাক্টিকাল ডিজাইন সম্পর্কে ধারনা আনতে পারি। এতে আমাদের টুলস ব্যবহারে দক্ষতা বাড়বে।

 

নিচে দেখুন ভিডিওঃ

ভিডিও ডাউনলোড করুন এখান থেকে

সোর্স ফাইল এখানে

 

আজ আমরা ৪টি টুলসের ব্যবহার শিখেছি এবং সবশেষে একটা ডিজাইন করেছি।

 

আপনাদের সবাইকেই একটা ডিজাইন সাবমিট করতে হবে এই চারটি টুলস দিয়ে, অন্য কোন টুলস ব্যবহার করা যাবে না। ডিজাইন পাঠাবেন farhan.rizvi93@gmail.com এ। ফাইলটি .zip ফরম্যাট এ অথবা PSD ফরম্যাট এ পাঠাতে পারবেন। সাবমিট করার শেষ তারিখঃ ২৪ জুলাই রাত ১১টা পর্যন্ত। সবার ডিজাইন দেখার পর ভুলগুলো পরবর্তী লেকচারে দেখিয়ে দেয়া হবে। আমি আশা করি এর মাধ্যমে আপনাদের কাজের দক্ষতা বাড়বে।

ঈদের ছুটিতে লেকচার চান কিনা জানাবেন আমাকে।

ভালো থাকুন আর প্রাক্টিস করুন। ধন্যবাদ।

Comments

comments

About the author

ফারহান রিজভী

আমি ফারহান রিজভী, পড়াশুনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Multimedia Technology & Creative Arts এর প্রথম বর্ষে। পেশাতে আমি একজন ছাত্র, সাথে ফ্রিল্যান্স ওয়েব ও গ্রাফিক ডিজাইনার। গত দেড় বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে সবাইকে শেখাতে। তাই শিক্ষক.কম এ আসা।

1 comment

  1. Saidul Islam

    ভিডিও ডাউনলোড করা যাচ্ছে না কেন???

Leave a Reply