«

»

জুন 26

অ্যাপইনভেন্টর ভিত্তিক অ্যান্ড্রোয়েড এপ্লিকেশন ডেভলপমেন্টঃ লেকচার ৯- গেইম-Hunter frog, Notifier, Sound Recorder, Toggle Button কম্পোনেন্ট!

অ্যাপইনভেন্টর ভিত্তিক অ্যান্ড্রোয়েড এপ্লিকেশন ডেভলপমেন্ট কোর্সের নবম লেকচারে স্বাগতম। এই লেকচারকে দুই অংশে ভাগ করা হয়েছে।

(ক) গেইম-Hunter Frog!

(খ) Notifier, Sound recorder, Player, Toggle Button কম্পোনেন্ট!

এই লেকচারের প্রথম অংশে একটি সিম্পল গেইম তৈরির টিউটোরিয়াল দেখাবো। গেইম তৈরির মূল উদ্দেশ্য বল,ক্যানভাস এবং ইমেজ স্প্রাইট কম্পোনেন্ট সম্পর্কে ধারনা নেয়া।

Huter Frog গেইম এর সোর্স কোড Hunter Frog.aia

দ্বিতীয় অংশে যেসব কম্পোনেন্ট নিয়ে বলা হয়েছে-

  • Notifier
  • Sound Recorder
  • Player
  • Toggle Button

 

 

Sound recorder প্রোজেক্টের সোর্স কোড- Sound recorder.aia

 

Happy Inventing With appinventor!

Comments

comments

About the author

নিলয় ষুভ

আমি নিলয় শর্মা শুভ। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে পড়াশুনা করছি। সব সময় ঝোঁক ছিল প্রোগ্রামিং এর উপর! কিন্তু সে ইচ্ছে পূরন হওয়ার জন্য পথ খুঁজে পাওয়া হয় নি। এখনও সখের সেই লক্ষ্য নিয়েই আছি।
লেকচার সম্পর্কিত যেকোন যোগাযোগঃ http://facebook.com/n1loy.5huvo

Leave a Reply