«

»

মে 05

এপইনভেন্টর-অ্যান্ড্রোয়েড এপ্লিকেশনঃ লেকচার ৬: Drawing app-Canvas কম্পোনেন্ট।

শিক্ষক.কম এর অ্যাপইনভেন্টর ভিত্তিক অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সের ষষ্ঠ লেকচারে মূলত ক্যানভাস কম্পোনেন্ট সম্পর্কে বলা হয়েছে। এর জন্য যে এপ্লিকেশনটি প্রজেক্ট হিসেবে দেখানো হল, তা একটি ড্রয়িং এপ্লিকেশন অর্থাৎ ইউজার অ্যাপ্লিকেশনের ইন্টারফেসে টাচ এবং ড্রাগ করে কিছু লাইন বা ডট আঁকতে পারবে।

এই লেকচারে যে সব বিষয় সম্পর্কে ধারনা দেয়া হলো,

১- Canvas Component

২- ভেরিয়েবল।

৩-প্যারামিটার প্লাগ।

প্রজেক্টে ক্রিয়েট করা অ্যাপটি ডাউনলোড এবং ইন্সটল করে টেষ্ট করে নিতে পারেন। (aaka_aaki.apk)

সম্পুর্ন প্রজেক্টটি aia ফরম্যাটে এক্সপোর্ট করে আলোড করলাম। আপনি চাইলে অ্যাপইনভেন্টরে ইমপোর্ট করে দেখতে পারেন। aaka_aaki.aia

অ্যাপইনভেন্টর মূলত খেলায় খেলায় অ্যাপ্লিকেশন তৈরির প্ল্যাটফর্ম এবং শিশু কিশোরদের জন্য উপযোগী। এখানে বিভিন্ন অ্যাপ প্রজেক্টের মাধ্যমে ক্রিয়েট করার মাধ্যমে বিভিন্ন কম্পোনেন্ট ও ব্লক সম্পর্কে ধারনা দেয়ার চেষ্টা করছি। প্রজেক্টটিকে আপনি চাইলে নিজের মত করে কাষ্টমাইজ করে নিতে পারেন।

হ্যাপি ইনভেন্টিং উইথ অ্যাপইনেভন্টর!

Comments

comments

About the author

নিলয় ষুভ

আমি নিলয় শর্মা শুভ। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে পড়াশুনা করছি। সব সময় ঝোঁক ছিল প্রোগ্রামিং এর উপর! কিন্তু সে ইচ্ছে পূরন হওয়ার জন্য পথ খুঁজে পাওয়া হয় নি। এখনও সখের সেই লক্ষ্য নিয়েই আছি।
লেকচার সম্পর্কিত যেকোন যোগাযোগঃ http://facebook.com/n1loy.5huvo

Leave a Reply