«

»

মে 31

ভেক্টরের উপাংশ

( কোর্সের মূল পাতা)  

অনেকে লিনিয়ার এলজেব্রার কিছু ভালো বই বা রেফারেন্স জানতে চেয়েছিলেন ।  কোর্সের মূল পাতায় এবং এ পাতার শেষেও সহায়ক রেফারেন্স এবং বইয়ের তালিকা যোগ করে দিয়েছি  । পিডিএফ বই কিনে অথবা ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে । এবার ভেক্টরের উপাংশ কি জিনিস এবং উপাংশ সম্পর্কিত কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে । প্রথম অংশে সমতলীয় স্থানাঙ্ক সম্পর্কে পূর্বধারণার সাথে ভেক্টর ও ভেক্টরের উপাংশের সম্পর্ক স্থাপন করে বোঝানোর চেষ্টা করেছি  ।  দ্বিতীয় অংশে একক ভেক্টর এবং যে কোন ভেক্টরকে কিভাবে তার উপাংশের সাহায্যে প্রকাশ করা যায় সেটি ব্যাখ্যা করেছি । তৃতীয় অংশে আমরা ঢুকব আর একটু গভীরে ।   শুরুতে থাকছে  ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা । তারপর ভেক্টরের উপাংশের সাহায্যে উচ্চ মাত্রার ভেক্টরের প্রকাশ পদ্ধতি বুঝিয়েছি ।  নিম্ন মাত্রার প্রাথমিক ধারণাকেই পরিবর্ধিত করে কিভাবে উচ্চমাত্রার আলোচনায় চলে যাওয়া যায় সে সম্পর্কে সামান্য আঁচ দিয়েছি এ পর্বে ।

ভেক্টরের উপাংশ

ভেক্টরকে উপাংশ দিয়ে প্রকাশ

ত্রিমাত্রিক স্থানাঙ্ক ও বহুমাত্রায় ভেক্টরের উপাংশের সাহায্যে প্রকাশ

 

সহায়ক অনলাইন রিসোর্স ঃ  

 

Comments

comments

About the author

আব্দুল্লাহ খান আনন্দ

Leave a Reply