«

»

ডিসে. 31

অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং – লেকচার ২ – ক্লাচ পার্ট ১

অটোইঞ্জ-লেকচার ০২- ক্লাচ 

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় লেকচার এটি। যৌথভাবে “বাংলা অটোমোবাইল স্কুল এবং “শিক্ষক.কম” এ লেকচারগুলো পড়ানো হবে। এছাড়াও ইউটিউবেও পাওয়া যাবে লেকচারগুলো। দ্বিতীয় লেকচারে আমরা গাড়ির ক্লাচের কিছু অংশ সম্পর্কে আলোচনা করব। বাকি অংশ তৃতীয় লেকচারে আলোচনা করা হবে।

সম্পুর্ন লেকচারটি পাওয়া যাবে ইউটিউবের লিঙ্কে –

আলোচনার বিষয় –

  • ক্লাচ – পার্ট ১ –
  • ক্লাচ কি?
  • এক ধরনের মেকানিজম যা এক গিয়ার থেকে অন্য গিয়ারে মোশন , এনার্জি ট্রান্সফার করতে সক্ষম করে।
  • ক্লাচের প্রকারভেদ
  • ফ্রিকশন ক্লাচ এবং ফ্লুইড ফ্লাই হুইল কি?
  • ফ্রিকশন ক্লাচের প্রকারভেদ
  • মূলনীতি
  • কোণ ক্লাচ, সেন্ট্রিফিউগাল ক্লাচ, সেমি সেন্ট্রিফ্রিউগাল ক্লাচ, সিঙ্গেল প্লেট ক্লাচ, মাল্টিপ্লেট ক্লাচ

 

(বিস্তারিত সব ভিডিও তে পাওয়া যাবে)

 

Comments

comments

About the author

মেহরাব হাবিব

আমি এয়াইউবি তে তড়িত কৌশল বিভাগে লেখাপড়া করছি। ইচ্ছা আছে ভবিষ্যতে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করার এবং গাড়ি নিয়ে কাজ করার। ছোটবেলা থেকেই এই স্বপ্ন দেখে আসছি। এই জন্য নিজে থেকে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এর উপর আমি ব্যাক্তিগত ভাবে লেখাপড়া করছি আগে থেকেই। স্বপ্ন আছে ভবিষ্যতে নিজের একটি গাড়ী নির্মান প্রতিষ্ঠানের।

Leave a Reply