«

»

অক্টো. 13

প্রোগ্রামিংয়ে হাতে খড়ি – ৩য় পর্ব

এই ইউনিটে আমরা লুপ (loop) সম্পর্কে জানবো। ভিডিও লেকচারে যেসব প্রোগ্রাম দেখানো হবে, সেগুলো নিজে নিজে আবার চর্চা করতে হবে। এমনকী সেগুলো খুব সহজ মনে হলেও কোড করে দেখতে হবে।

 

লুপ কেনো দরকার?

 

while লুপের ব্যবহার দেখবো এখন।

 

এবারে দেখবো আরেক ধরনের লুপ, নাম তার for লুপ।

 

এবারে দুটি দরকারি জিনিস, break আর continue সম্পর্কে জেনে নেই।

 

লুপের ভেতরে লুপ, আবার তার ভেতরেও লুপ থাকতে পারে।

 

লুপের কিছু ব্যবহার দেখি। প্রোগ্রামগুলো প্রাকটিস করবে কিন্তু।

 

লুপের আরো ব্যবহার।

 

লুপ সম্পর্কে যদি পড়তে চাও, তাহলে কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের লুপ অধ্যায়টি পড়ে ফেলো।

পরের ইউনিটের লিঙ্ক।

Comments

comments

About the author

তামিম শাহরিয়ার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গ্রাজুয়েশন করেন। বাংলা ভাষায় ‘কম্পিউটার প্রোগ্রামিং’ নামে একটি বই লিখেছেন। মুক্ত সফটওয়্যার লিমিটেড নামে একটি সফটওয়্যার কোম্পানী পরিচালনা করার পাশাপাশি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করেন। এছাড়া অনলাইনে বাংলায় তথ্যপ্রযুক্তি শিক্ষার জন্য তৈরি করেছেন দ্বিমিক কম্পিউটিং স্কুল।

ওয়েবসাইট: http://subeen.com
টুইটার প্রোফাইল: http://twitter.com/subeen

Leave a Reply