«

»

আগস্ট 26

সিগনাল প্রসেসিং ও লিনিয়ার সিস্টেমস – লেকচার ১০

কোর্সের মূল পাতা – সিগনাল প্রসেসিং ও লিনিয়ার সিস্টেমস

নিবন্ধনের লিঙ্ক – এখানে ক্লিক করে কোর্সে নিবন্ধন করুন

ইউটিউব লিঙ্কঃ  http://youtu.be/xcV4n7pTYMc

 

কী থাকছে?

আজকের লেকচারে থাকছে টাইম ডোমেইন অ্যানালাইসিস অব কন্টিনিউয়াস টাইম সিস্টেমস। একটা লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমকে কীভাবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশানের মাধ্যমে প্রকাশ করতে হয় সেই আলোচনা করা হয়েছে। জিরো ইনপুট রেস্পন্স, ক্যারাক্টারিস্টিক ইকুয়েশান, ক্যারাক্টারিস্টিক রুট, ক্যারাক্টারিস্টিক মোড ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।

Comments

comments

About the author

শান্ত

আমি শরিফুল ইসলাম (শান্ত), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আন্ডারগ্যাজুয়েট করেছি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ। কিছুদিন একটু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলাম তারপর। পরে মাস্টার্সের জন্যে চলে আসি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে। মাস্টার্স শেষ করে এখন পিএইচডি ছাত্র হিসেবে গবেষণা করছি। গবেষণার বিষয়, ওয়ারলেস কমুনিকেশান্স। বাংলাদেশে অবস্থিত ছাত্র-ছাত্রীদের গবেষণা কাজে সাহায্যের জন্যে একটা উদ্যোগ নিয়েছি। আরও জানতে চাইলে ঘুরে আসতে পারেন http://www.rin-bd.org/ থেকে।

Leave a Reply