«

»

মে 18

রন্ধনকলা ১০১ – লেকচার ৭ – মজাদার মাছ/সী-ফুড রান্না

আজকের লেকচারের বিষয় হলো মাছ এবং খোলস-যুক্ত সী-ফুড প্রস্তুতকরণ। প্রথম ভিডিও সেগমেন্টে সামুদ্রিক মাছ নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় সেগমেন্টে দেখানো হয়েছে কিভাবে খোলস-যুক্ত সীফুড প্রস্তুত করতে হয়। উদাহরণ হিসাবে গলদা চিংড়ি ব্যবহার করা হয়েছে।

রেসিপি সেগমেন্টে দেখানো হয়েছে কিভাবে গলদা চিংড়ি দিয়ে একটি ফ্রেঞ্চ রেসিপি “lobster thermidor” তৈরি করতে হয়।

বাংলাদেশের ইন্টারনেটের গতির কথা মাথায় রেখে প্রতিটি ভিডিওর সংক্ষিপ্ত 3gp ফরম্যাট এর লিংক দেয়া হয়েছে, মোবাইলে দেখতে হলে ঐ ফরম্যাটের ভিডিওগুলা ডাউনলোড করে নিতে পারেন।

আগের লেকচার দেখতে হলে এবং কোর্সে নিবন্ধন করতে হলে নিচের লিংকগুলা দেখুন। আর বরাবরের মতোই লেকচার বা রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট অংশে সেটা লিখুন।

 

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]

সামুদ্রিক মাছ

[3gp ফরম্যাট] [720p]

Randhonkola-101-lecture-7 from Shikkhok on Vimeo.

 

খোলস-যুক্ত মাছ যেমন গলদা চিংড়ি প্রস্তুত করা

[3gp ফরম্যাট] [720p সংস্করণ]

lobster breakdown 720p from Shikkhok on Vimeo.

রেসিপি সেগমেন্ট – লবস্টার থারমিডর

[3gp ফরম্যাট] [720p]

lobster thermidor 720p from Shikkhok on Vimeo.

 

Comments

comments

About the author

নাজিম খান

নাজিম খান, CEC, বর্তমানে যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের সিডার রাপিড্স শহরে অবস্থিত ডাবলট্রি বাই হিলটন হোটেলের সিনিয়র এক্সিকিউটিভ শেফ হিসাবে কর্মরত আছেন। এখানে যোগ দেয়ার আগে তিনি ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে সিনিয়র এক্সিকিউটিভ শেফ হিসেবে কাজ করেছেন ও পাশাপাশি তিনি ভার্জিনিয়া ওয়েস্টার্ন কমিউনিটি কলেজের রন্ধন কলা বিষয়ে শিক্ষকতা করেছেন। ভার্জিনিয়ায় থাকার সময়ে ফক্স-২১/২৭ চ্যানেলের সকালের আয়োজনে নিয়মিত তার রান্নার অনুষ্ঠান প্রচারিত হয়েছে।

তিনি জর্জিয়া কলেজ, আটলান্টায় পড়াশুনা করেছেন। স্যাগ হার্বার, নিউ ইয়র্কের একজন সুশি শেফ হিসেবে ১৯৯৭ সালে তার কর্মজীবন শুরু হয়। ১৯৯৯ সাল থেকে ২০০৭ পর্যন্ত তিনি নিউ ইয়র্কে অবস্থিত ম্যারিয়ট হোটেলের বিভিন্ন শাখায় কাজ করেন। পরবর্তীতে তিনি স্যু শেফ (sous chef) হিসেবে নিউ ইয়র্কের ব্যাটারি পার্কে অবস্থিত রিট্‌জ-কার্লটনে কর্মরত ছিলেন। ভার্জিনিয়া টেকে যোগদানের পূর্বে তিনি এক্সিকিউটিভ স্যু শেফ হিসেবে ভার্জিনিয়ার হোটেল রোয়ানোক ও কনফারেন্স সেন্টারে কাজ করেছেন। পেশাজীবনে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পদক ও সনদ অর্জন করেছেন। তিনি আমেরিকান কালিনারি ফেডারেশন (ACF) থেকে সার্টিফাইড এক্সিকিউটিভ শেফ (CEC) সনদ লাভ করেছেন।

Leave a Reply