«

»

জানু. 30

দাবা খেলা পরিচিতি – লেকচার ১২,২ – কিছু সহজ কিস্তিমাতের কৌশল

back rank checkmate/পিছনের সারিতে কিস্তিমাত

রাজার সামনের বোড়ে রাজার চালের জায়গা ব্লক করে দিলে অনেক সময় এই ধরনের কিস্তিমাত দেখা যায়

সাদা নৌকার চাল দিয়ে কালোকে কিস্তিমাত করে দেবে। কালো নৌকা দিয়ে কিস্তির রাস্তা ব্লক করলে সাদা নৌকা খেয়ে নেবে। অবশেষে কিস্তিমাত

উপরের কিস্তিমাতের কৌশল শিখে গেলে নিচের পজিশনে সবচেয়ে ভালো চাল কি তা সহজেই বুঝতে পারবেন। সাদা কালোর নৌকা খেয়ে নেবে। কালো কিছু করতে পারবে না, কারন কালোর মন্ত্রী পিছনের সারি থেকে সরে গেলে সাদা কালোকে পিছনের সারিতে কিস্তিমাত করে দেবে।

সাদা মন্ত্রী দিয়ে কালোর নৌকা খেয়ে নিতে পারে। কালোর মন্ত্রী পিছনের সারি রক্ষা করতে ব্যস্ত থাকায় সাদার মন্ত্রী খেতে পারবে না।

 

 checkmate on h7/h7 ঘরে কিস্তিমাত

গজ ও মন্ত্রীর সহায়তায় কিস্তিমাত

 

ঘোড়া ও মন্ত্রীর সহায়তায় কিস্তিমাত

নিচের ছবি দেখুন। উপরের কিস্তিমাতের প্যাটার্ন কাজে লাগিয়ে সাদা কালোর ঘোড়া বিনামূল্যে জিতে নিতে পারে।

সাদা নৌকা দিয়ে কালোর ঘোড়া খেয়ে h7 ঘরের রক্ষণ সরাতে পারে। পরের চালে কিস্তিমাত। কালো g6 চালের মাধ্যমে কিস্তিমাত থেকে রক্ষা পেতে চাইলে সাদা পরের চালে নৌকা দিয়ে কালোর মন্ত্রী খেয়ে নেবে।

একটু অন্যরকম কিস্তিমাত

বোড়ে ও মন্ত্রীর সহায়তায় কিস্তিমাত

উপরের কিস্তিমাতের প্যাটার্ন বুঝলে নিচের ছবিটি বোঝা সহজ। সাদার মন্ত্রী একচালে h7 ঘরে আসতে পারলে কিস্তিমাত হয়ে যাবে। সাদার কাছে তার একটা উপায় আছে। দুই নৌকাকে কিস্তির সাহাজ্যে বিসর্জন দেওয়া।

সাদা কয়েক চালে h7 ঘরে কালোকে কিস্তিমাত করতে পারে। কিভাবে?
উত্তরঃ 1.Rh8+ Kxh8 2.Rh1+ Kg8 3.Rh8+ Kxh8 4.Qh1+ Kg8 5.Qg7#
কিস্তিমাতের জন্য মন্ত্রীর পথ ফাঁকা করার জন্য সাদাকে দুটো নৌকা বিসর্জন দিতে হয়েছে। এই ধরনের বিসর্জন কে clearance sacrifice বলে।

 

আর একটু অন্যরকম কিস্তিমাত

দুই গজ ও ঘোড়ার মাধ্যমে কিস্তিমাত। এই ধরনের কিস্তিমাত কে blackburne checkmate বলে। লক্ষ্য করুন এই কিস্তিমাত কাজ করার জন্য f8 ঘরটা প্রতিপক্ষের ঘুটি দ্বারা ব্লকড থাকা দরকার।

নিচের ছবিটিতে সেরা চাল খোঁজার জন্য উপরের কিস্তিমাতের প্যাটার্নটি ভাবার চেষ্টা করুন।

সাদা মন্ত্রী দিয়ে কালোর ঘোড়া খেয়ে নিতে পারে। কালো সাদার মন্ত্রী খেয়ে নিলে সাদা উপরের মতো করে কালোকে কিস্তিমাত করবে।

checkmate on g7/g7 ঘরে কিস্তিমাত

বোড়ে ও মন্ত্রী দিয়ে কিস্তিমাত।

 

গজ ও মন্ত্রী দিয়ে কিস্তিমাত

উপরের কিস্তিমাতের প্যাটার্ন কাজে লাগিয়ে সাদা কালোর ঘোড়া খেয়ে নিতে পারে।

সাদা নৌকা দিয়ে কালোর ঘোড়া খেয়ে g7 ঘরের রক্ষক কে সরিয়ে দিতে পারে। কালো যাই খেলুক পরের চালে g7 ঘরে কিস্তিমাত রক্ষা করা কঠিন।
1.Rxe6 f6 2.Rxe6

checkmate on h8/ h8 ঘরে কিস্তিমাত

গজ ও নৌকার সহায়তায় কোনায় কালোর রাজাকে কিস্তিমাত করা হয়েছে।

মন্ত্রী স্যাক্রিফাইস!! উপরের কিস্তিমাত বুঝতে পারলে সাদার সেরা চাল খুঁজে পাওয়া সহজ।

সাদা মন্ত্রী বিসর্জন দিয়ে পরের কয়েক চালে কিস্তি সুনিশ্চিত করতে পারে।

 

Bodens mate

দুই গজ দিয়ে রাজাকে কিস্তিমাত। কালো নৌকা ও ঘোড়ার অবস্থান লক্ষ্য করুন। দুজন মিলে রাজার চালের জায়গা ব্লক করেছে।

উপরের কিস্তিমাতের প্যাটার্ন মাথায় রাখলে সাদা খুব সহজেই কালোকে দুই চালে কিস্তিমাত করে দিতে পারবে।
1.Qxc6 bxc6 2.Ba6#

 Anastasia mate

কালোর বোড়ে রাজার একমাত্র চালের জায়গা ব্লক করেছে।

 

উপরের কিস্তিমাতের কথা মাথায় রেখে সাদার সবচেয়ে ভালো চাল খোঁজার চেষ্টা করুন।
1.Ne7+ Kh8 2.Qxh7+!! Kxh7 3.Rh4#

 Smothered mate

কালোর নড়ার জায়গা নেই। নিজের ঘুটির দ্বারা আবদ্ধ হয়ে কিস্তিমাত। এরকমভাবে কিস্তিমাত করার জন্য সাধারণত মন্ত্রী বিসর্জন দেওয়ার দরকার হয়।

 

সাদা কালোকে সহজেই কিস্তিমাত করে দিতে পারবে।
1.Nf7+ Kg8 2.Nh6+ dbl check Kh8 (2…Rxf7 3.Qxa8 and back rank mate next move) 3.Qg8+ Rxg8 4.Nf7#

 

কোন খেলোয়াড় সতর্ক না থাকলে smothered mate বোর্ডের মাঝখানেও হতে পারে।
শুরুর অবস্থান থেকে এই চালগুলোর মাধ্যমে উপরের অবস্থানটি আসতে পারে।
1.e4 c6 2.d4 d5 3.Nc3 dxe4 4.Nxe4 Nd7 5.Qe2 Nf6?? 6.Nd6#

 mate with bishop and knight

এই রকম বোড়ের গঠনে কালোর কালো ঘরের গজ না থাকলে অনেক সময় এরকম কিস্তিমাত দেখা যায়

 Arabian mate

কালোর রাজা কোনায় চলে গেলে ঘোড়া ও নৌকা দিয়ে সহজে কিস্তিমাত করা যায়। এরকম কিস্তিমাত গত ৫০০ বছর ধরে আরাবিয়ান কিস্তিমাত নামে বিখ্যাত।

 

আরাবিয়ান কিস্তিমাতের প্যাটার্ণ ব্যবহার করে বোর্ডের ধারে সুন্দর কিস্তিমাত।
1.Qxf7 Rxf7 2.Re8#

 Morphy mate

পল মরফি নামের একজন বিখ্যাত খেলোয়াড়ের নাম অনুসারে এরকম কিস্তিমাতের নামকরণ হয়েছে।

Comments

comments

About the author

রাজীব মন্ডল

আমি একজন রসায়নের গ্রাজুয়েট স্টুডেন্ট, কলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে স্নাতক ও কানপুর আই আই টি থেকে স্নাতকোত্তর পাঠক্রম শেষ করার পর বর্তমানে মার্কিন মুলুকে জৈব রসায়ন নিয়ে গবেষণারত। দাবা নিয়ে উৎসাহী। উতসাহবশত অনেক পড়াশুনা করেছি। স্কুল কলেজ জীবনে এক আধটা টুর্নামেন্ট খেলেছি, তবে সেগুলোকে খুব সিরিয়াস টুর্নামেন্ট বলে চলে না। তার বাইরে খেলা বলতে ইন্টারনেটে নিয়মিত খেলি এবং তার বাইরে চর্চা ও করি। তবে ইন্টারনেটের বাইরে খুব একটা খেলিনা, বা কোনো খেতাব নেই। পুরোটাই স্ব-শিক্ষা, কোনোদিন অন্য কারো কাছ থেকে তালিম নিইনি, তবে খেলা শেখার পথে বহু লোকের লেখা পড়েছি, যাদের কে আমার শিক্ষক বলা চলে, কারন তাদের ছাড়া খেলা শেখা আমার পক্ষে সম্ভবপর হতো না।

Leave a Reply