«

»

অক্টো. 02

প্রোগ্রামিং ছাড়া ওয়েবসাইট – লেকচার ১২ – ডাটাবেস সম্পর্কে বেসিক ধারণা

  ডাটাবেস সম্পর্কে বেসিক ধারণা

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]

এই কোর্স এর জন্য একটা গুগল লাইভ ইভেন্ট করা হবে ৩রা অক্টোবর। বাংলাদেশী টাইম রাত ৮ থেকে রাত ৯টা।  ইভেন্ট এর লিংক : goo.gl/pwd2aZ

কোর্স ফলো করতে যেয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, ইভেন্ট এ উত্তর দেয়ার যথা সম্ভব চেষ্টা করা হবে। প্রশ্ন হতে হবে শুধু এই কোর্স সম্পর্কিত। 

পূর্বের লেকচার :  Cpanel নিয়ে কিছু কথা

          পরবর্তী লেকচার: FTP কি ?

 

 

 

 

ফ্রি হোস্টিং এর লিংক: ওয়েব হোস্ট

এই লেকচার এ আলোচনা করা হয়েছে ডাটাবেস নিয়ে খুব সংক্ষিপ্ত ভাবে।  ওয়েবসাইট বানানোর জন্য ডাটাবেস সম্পর্কে কিছু জ্ঞান থাকা জরুরি।

অনেক গুলো অগোছালো কাপড় থেকে একটা নির্দিষ্ট কাপড় বের করা সহজ কাজ নয়। কাপড় গুলো বিভিন্ন তাকে সাজানো থাকলে, যেকোনো কাপড় সহজে বের করা যাবে।

ওয়েবসাইট এর Content দেখানোর জন্য data লাগে। এই data সহজে খুঁজে বের করার জন্য data গুলো কে ডাটাবেস এ রাখা হয়। Cpanel এ কিভাবে ডাটাবেস তৈরী করা যায় , তা নিয়ে এই লেকচার।

 

Website :: digitaloy.com

Facebook Page ::  www.facebook.com/digitaloy

Facebook Group :: ডিজিটালয়

 

Comments

comments

About the author

মো: সাজ্জাদুল ফারুক রবিন

Leave a Reply