«

»

আগস্ট 16

জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) – লেকচার ১৫

[নিবন্ধনের লিংক | কোর্সের মূল পাতা]

[জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) – লেকচার ১৩]

[জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) – লেকচার ১৪]

মানচিত্র প্রস্তুতকরণ

আজকে আমরা কিভাবে মানচিত্র প্রস্তুত করা যায়, তা শিখব। যেকোনো ধরণের ‘GIS’-এর বিশ্লেষণ কিংবা পর্যবেক্ষণ শেষে মানচিত্রনির্মানবিদ্যা (Cartography) অনুসরণ করে যথাযথ মানচিত্র প্রস্তুত করা খুবই জরুরি। একটি ভাল কাজ করে যদি আপনি ঠিকভাবে উপস্থাপন করতে না পারেন তাও একটি দুর্বলতা। বর্তমানে প্রায় সকল ক্ষেত্রেই- শিক্ষা, পেশাগত প্রতিবেদন, থিসিস, গবেষণা এবং প্রকাশনার কাজে উন্নতমানের মানচিত্র প্রস্তুত করা বিশেষ প্রয়োজন। একটি সঠিক মানচিত্রে নিম্নলিখিত উপাদানসমূহ থাকতে হবেঃ

  • Title
  • Grid/ Coordinate System
  • Legend
  • Scale
  • Data Source, Author Name, and Date

‘ArcGIS’ সফটওয়্যারে কিভাবে মানচিত্র প্রস্তুত করা যায় তা নিম্নের ভিডিওতে দেখানো হয়েছেঃ

  • আমাদের কাছে বাংলাদেশের কক্সবাজার সদর পৌরসভার তিনটি Shapefile আছে – Boundary, hillshade (DEM থেকে প্রস্তুতকৃত), এবং Geomorphology।
  • প্রথমে Shapefile তিনটিকে Edit করে নিলাম। Hillshade Shapefile-টিকে transparent (60-70%) করে দিলে পাহাড়ি খাঁজের দেখা মিলবে, অনেকটা 3D মনে হবে। এদের Coordinate system হল UTM Zone 46N (Datum WGS 1984)।
  • ‘Data View’ থেকে ‘Layout View’ তে যাই। File > Page and Print Setup গিয়ে Orientation পরিবর্তন করে Landscape করি। আপনি চাইলে Portrait রাখতে পারেন।
  • View > Data Frame Properties > Grids > New Grid > Graticule > Next > Next > Finish > Apply > OK দিলে চারপাশে Coordinate Grid চলে আসবে।
  • View > Data Frame Properties > Grids > Properties > Labels-এ গিয়ে Font size = 10 করে দিলে পড়তে সুবিধা হবে। Lines-এ গিয়ে ‘Do not show lines or ticks’। Labels > Vertical Labels-এর ‘Left’ এবং ‘Right’ click করি। Intervals-এ গিয়ে ‘X Axis’ এবং ‘Y Axis’-এর মানসমূহ ঠিক করে দেই। আপনি একাধিকবার ‘Trial & Error’ চেষ্টা করে দেখতে পারেন যে কোনটা আপনার ভাল লাগছে।
  • Insert-এ গিয়ে একে একে Legend, Title, Coordinate System, Author, এবং Current Date নিয়ে আসুন। প্রত্যেকের Properties-এ গিয়ে প্রয়োজনমত ‘Font’ ছোট-বড় করে ‘Edit’ করুন।
  • Insert > Scale Bar দিন। ইহার স্কেল Properties থেকে কিলোমিটার দিন। যদিও ‘Graticule Grids’ থাকলে ‘North Arrow’ দেয়া লাগে না, তবে আমি দিতেই পছন্দ করি।
  • Insert > Text দিয়ে Shapefile-গুলোর ‘Source’ দিন। এবার নিজের পছন্দমত সকল উপাদানগুলোকে সাজান।
  • File > Export Map > Save as type = JPEG > Resolution = 400 dpi > File name দিন > Save।
  • সর্বোপরি প্রয়োজনবোধে অনেক ম্যাপে প্রতিষ্ঠানের লোগো, এবং অন্যান্য তথ্য থাকতে পারে।
  • এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত, উন্নতমানের, পেশাদার, এবং ব্যবহারযোগ্য একটি মানচিত্র প্রস্তুত করতে পারবেন। ধন্যবাদ!

GIS_15_CBM

 

 

Comments

comments

About the author

বায়েস আহমেদ

বায়েস আহমেদ বর্তমানে ব্রিটিশ সরকারের 'Commonwealth Scholarship' নিয়ে 'University College London (UCL)'-এ 'PhD' অধ্যয়ন করছেন। বর্তমানে উনার গবেষণার বিষয় হল - বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে ভূমিধ্বস এবং সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা।

এর আগে উনি ২০০৮ সালের জানুয়ারি মাসে বুয়েটের ‘নগর ও অঞ্চল পরিকল্পনা’ বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এরপর উনি ২০১১ সালের মার্চ মাসে ‘European Commission’-এর ‘Erasmus Mundus’ বৃত্তি নিয়ে ইউরোপের জার্মানি, স্পেন ও পর্তুগাল থেকে ‘Geospatial Technologies’-এ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

‘GIS’, ‘Remote Sensing’ এবং ‘Spatial Analysis’ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় সাময়িকীতে উনার একাধিক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া ‘GIS’-এর প্রশিক্ষক হিসাবেও উনার যথেষ্ট অভিজ্ঞতা আছে।

Leave a Reply