«

»

আগস্ট 30

HSC English Text Reading – Lecture 18

Unit-6     Lesson-4    Text Book page no- 76
Humans, animals and plants …….

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
বিষয়বস্তু
মানুষ বিভিন্নভাবে পরিবেশ নষ্ট করছে। বন ধ্বংস করার দ্বারা বন্য প্রাণীর আবাস নষ্ট হচ্ছে। অনেক প্রাণী বিলুপ্তির মুখে চলে এসেছে। কীটনাশকের ব্যাপক ব্যবহার এজন্য অনেকাংশে দায়ী। তিমি শিকারের ফলে আটলান্টিক মাহাসাগরে পৃথিবীর বহত্তম প্রাণী নীল তিমির সংখ্যা অনেক কমে গেছে। মানবজাতিকে রক্ষা করতে হলে বন্য জীবজন্তুকে এবং পরিবেশকে রক্ষা করতে হবে।

লেকচার
মানুষ বন ধ্বংস করার দ্বারা পরিবেশের ব্যপক ক্ষতি করছে। বন্য পশুপ্রাণীর আবাস নষ্ট করছে এবং শেষ পর্যন্ত নিজের বিপদ ডেকে আনছে। বন ধ্বংসের হার গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে বেশী যেখানে পৃথিবীর মোট বন্যপ্রাণীর ৫০ থেকে ৮০ ভাগ বসবাস করে। আমরা জানি কমলালেবুর মত গোল পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্তকে মেরু বলা হয়। দুই মেরুর বিশাল এলাকা জুড়ে সারাবছরই শৈত্য প্রবাহ চলে, সূর্যের তাপও সেখানে তির্যকভাবে পড়ে ফলে সেখানে আলো ও তাপ যথেষ্ট নয়। ফলে দুই মেরু সহ পৃথিবীর বেশীরভাগ অঞ্চলই ঘন-সবুজ গাছপালা জন্মাবার উপযুক্ত নয়। সে সব এলাকায় লালচে পাতাসহ অল্পবিস্তর গাছপালা জন্মে যা বন্যপ্রাণীর বসবাসের উপযুক্ত নয়। বন্যপ্রাণীর বসবাসের উপযুক্ত সবুজ পাতা বিশিষ্ট ঘন বনাঞ্চল আছে গ্রীষ্মমন্ডলীয় এলাকায়। কমলালেবুর মত গোল পৃথিবীর মোটা পেটের দিকটাতে সূর্যের আলো মোটামুটি খাড়াভাবে পড়ে ফলে এ অঞ্চলের আলো ও তাপ ঘন পাতাবিশিষ্ট সবুজ গাছপালা জন্মানোর জন্য খুবই উপযুক্ত। সুর্যের তাপ প্রখর হওয়াতে নদীনালা ও সমুদ্র হতে প্রচূর জলীয় বাস্প উৎপন্ন হয় ও বৃষ্টি ঘটায়। ফলে আলো, তাপ ও বৃষ্টি সবমিলিয়ে পৃথিবীর মোটা পেটের দিকটাতে সংকীর্ণ এলাকাজুড়ে ঘন সবুজ গভীর বনাঞ্চল সৃষ্টি হয়েছে যা বন্য পশুপ্রাণীর জন্য উপযুক্ত আবাসস্থল। ঘন বন অধ্যূষিত এই এলাকার পরিমাণ অবশ্য পৃথিবীর মোট আয়তনের মাত্র ৭ শতাংশ। আর এখানেই আছে ৫০ থেকে ৮০ শতাংশ বন্য প্রাণীর বসবাস। এ গুরুত্বপূর্ণ বনাঞ্চল ব্যাপকভাবে ধ্বংস করার ফলে বন্য প্রাণীর আবাস নষ্ট হচ্ছে। অনেক প্রাণী পৃথিবী থেকে সমূলে হারিয়ে যাচ্ছে। আবার রাসায়নিক কীটনাশকের অত্যধিক ব্যবহারের ফলে বিষাক্ত রাসায়নিক পদার্থ ঘাস-পাতার সাথে পশুপ্রাণীর শরীরে প্রবেশ করে তাদের বন্ধ্যাত্ব ঘটাচ্ছে। মূল্যবান চামড়া সংগ্রহের জন্য নির্বিচারে পশু শিকারের কারণে বন্য পশুপ্রাণীর জীবন সংশয় দেখা দিচ্ছে।
মানুষের নিজের অস্তিত্বের স্বার্থেই মানুষের উচিত এসব বন্য পশুপ্রাণী রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করা। বর্তমানে এ ব্যাপারে সচেতনতা তৈরী হচ্ছে। বন্যপ্রাণী রক্ষার জন্য লেখালেখি চলছে, আইন-কানুন তৈরী হচ্ছে, আইনের কঠোর প্রয়োগও দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ কিছুদিন আগে নিষিদ্ধ প্রাণী শিকারের অভিযোগে ভারতের দু’জন জনপ্রিয় অভিনেতাকে আদালতে বিচারের সম্মুখীন হতে হয়েছিল। সে যা-ই হোক, আমাদের নিজেদেরকে রক্ষা করতেই বন্য প্রাণীকে রক্ষা করতে হবে।

 

Text
Humans, animals and plants are all important elements of the natural environment. But humans are cruelly destroying plants and animals and thereby creating a danger for us all. The destruction of forests and other habitats is causing the extinction of various plants and animals every day. These losses are particularly severe in the areas of tropical forests which cover only 7% of the surface of the globe, but which provide the living space for between 50% and 80% of all our wildlife. Many wild animals and birds such as pandas, bears, tigers, alligators, whales, wolves, eagles, falcons, kites and buzzards are faced with the threat of extinction today. Their decline has been accelerated by the destruction of their feeding and nesting places, by the collection of eggs, and above all by the widespread use of chemicals and pesticides which enter their food chains leading to sterility and mass deaths. Hunting of birds and animals is another cause of their extinction. Men kill birds for food and feathers, hunt big cats to make fur coats and slaughter alligators and other reptiles for shoes and bags. In addition, whale-hunting has also drastically reduced the number of blue whales in the Atlantic Ocean.
We know that all species are important for maintaining ecological balance. If one is lost, the whole natural environment changes. In order to protect the environment from being spoilt, we should therefore protect our wildlife. The good news is that many countries are now taking action to protect their endangered wildlife. George Laycock, author of several books on wildlife writes: “Mankind must develop a concern for wild creatures and a determination that these wild species will not perish”. We should save the earth’s wild creatures to save ourselves. To be kind to animals is to be kind to mankind.

Comments

comments

About the author

ফিরোজ আহমেদ

আমি ফিরোজ আহমেদ। অবস্থান- বগুড়া শহর, বগুড়া, বাংলাদেশ। এস.এস.সি ও এইচ.এস.সি তে সাইন্স ব্যাকগ্রাউন্ডসহ ইংরেজী সাহিত্যে অনার্সসহ মাস্টার্স করেছি। “এ্যাপ্লাইড ইংলিশ পয়েন্ট”- নামে ইংরেজী শিক্ষার প্রাইভেট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক। পাঠ্য সহায়ক পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠানের সাথে খন্ডকালীন লেখক হিসেবে জড়িত। সাহিত্য বিষয়ের সমালোচনামূলক পাঠপত্রের ভক্ত। সৃষ্টিশীল লেখালেখিতে আগ্রহী। বাংলাদেশের একাডেমিক পড়াশুনাতে মাল্টিমিডিয়া এবং আইটি সুবিধাদির ব্যাপক প্রসার হোক এটাই আমার একান্ত চাওয়া।

Leave a Reply